দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জনে, এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
রোববার (২ অক্টোবর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
জ্যেষ্ঠ সচিব জানান, ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী দেশে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন, এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৩০ জন।
তিনি আরও বলেন, এ সময়ে নতুনভাবে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার যুক্ত হয়েছেন। এ হিসাবে দেশে বর্তমানে পুরুষ ভোটার নারী ভোটারের চেয়ে ১৯ লাখ ৬ হাজার ৯১০ জন বেশি।
আখতার আহমেদ জানান, দাবি-আপত্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এলএনডি/এমআর






