বাংলাদেশে আসছেন ডা. জাকির নায়েক, ভারতের উদ্বেগ প্রকাশ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত ইসলামী বক্তা ও তুলনামূলক ধর্মতত্ত্ববিদ ডা. জাকির নায়েকের আগামী নভেম্বর মাসে ঢাকা সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই সফর ঘিরে ভারতে কূটনৈতিক অস্বস্তি দেখা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক ভারতের এক পলাতক আসামি। তিনি এখানে ওয়ান্টেড। আমরা আশা করি, তিনি যেই দেশে ভ্রমণ করুন না কেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তা উদ্বেগকে বিবেচনায় রেখে যথাযথ ব্যবস্থা নেবে।”

ডা. জাকির নায়েক ২০১৬ সাল পর্যন্ত ভারতে অবস্থান করেন এবং বিভিন্ন ইসলামিক আলোচনায় আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেন। তবে নরেন্দ্র মোদি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগে একাধিক মামলা হয়। একই সঙ্গে তার পরিচালিত পিস টিভির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে তিনি মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং সেখানে স্থায়ীভাবে থাকার অনুমতি পান। তিনি বহুবার বলেছেন, “ন্যায়বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমি ভারতে ফিরব না।”

সূত্র মতে, ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে পারেন জাকির নায়েক। অনুষ্ঠানটি স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত হতে পারে, এবং এর সম্ভাব্য স্থান রাজধানীর আগারগাঁও এলাকা।

উল্লেখ্য, ২০১৬ সালে হলি আর্টিজান হামলার ঘটনার পর বাংলাদেশ সরকার তার ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছিল, কারণ প্রতিবেদনে বলা হয়েছিল, হামলাকারীদের কেউ কেউ তার বক্তৃতা থেকে অনুপ্রাণিত হয়েছিল। সাম্প্রতিক সময়ে সেই নিষেধাজ্ঞা শিথিল হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, ভারত এখনও তাকে পলাতক আসামি হিসেবে বিবেচনা করছে এবং প্রয়োজন হলে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আইনি পদক্ষেপ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নয়াদিল্লি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন