নির্বাচন ফেব্রুয়ারিতে, তফসিল ডিসেম্বরে : ইসি আনোয়ারুল

Liberty News Desk
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। তিনি আরও জানান, গণভোট সংসদ নির্বাচনের আগে না পরে হবে—এ বিষয়ে এখনো নির্বাচন কমিশনের কাছে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, “গণভোটের বিষয়ে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সে সিদ্ধান্ত এখনো আমাদের কাছে আসেনি। বিষয়টি চূড়ান্ত হলে সবাইকে জানানো হবে।”

তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যেই রমজান শুরুর আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। “ইতোমধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়েছে, তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথম ভাগে,” বলেন তিনি।

নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তন হবে কি না—এমন প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্তের ওপরই কমিশনের পদক্ষেপ নির্ভর করবে।”

নির্বাচনী প্রতীক সম্পর্কিত এক প্রশ্নে তিনি বলেন, “নির্বাচন পরিকল্পনা বিধিমালায় প্রতীকের একটি তালিকা থাকে, যা সময় সময় সংশোধন বা সম্প্রসারণ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”

এছাড়া তিনি জানান, নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে এবং কারাবন্দি ভোটারদের ভোটাধিকার নিশ্চিতের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন