আজও প্রেসক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকরা, রোববার লংমার্চ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে ১৯তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে দেখা যায় আন্দোলনরত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সদস্যদের। জাতীয়করণের গেজেট প্রকাশ না হওয়ায় তারা আগামী রোববার ‘প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চ’ কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারীরা জানান, প্রশাসনিক জটিলতা ও উদ্দেশ্যমূলক বিলম্বের কারণে তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার নয় মাস পার হলেও এখনো জাতীয়করণের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি

১. ২০২৪ সালের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন।
২. কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন।
৩. অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিও আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ।
৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক শিক্ষক পদ সৃষ্টি।
৫. ইবতেদায়ি মাদ্রাসার জন্য পৃথক অধিদপ্তর গঠন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি শিক্ষক আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণা দেয়। তবে দীর্ঘ নয় মাস পেরিয়ে গেলেও কোনো মাদ্রাসা জাতীয়করণের আওতায় আসেনি। ফলে পুনরায় মাঠে নেমেছেন শিক্ষকরা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন