বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানও। খেলাধুলা মানুষকে নেতৃত্ব দিতে শেখায়, অধ্যবসায় ও সহনশীলতা বৃদ্ধি করে, পাশাপাশি জয়-পরাজয়কে মেনে নেওয়ার মানসিকতা গড়ে তোলে।”
বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হওয়া ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, “বর্তমান সময়ে তরুণ সমাজের জন্য মাদক একটি ভয়াবহ সামাজিক সমস্যা। তরুণদের এই মারণফাঁদ থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় যুক্ত থাকলে তারা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত হবে।”
তিনি মাঠ ও ক্রীড়া অবকাঠামো বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে হলে পর্যাপ্ত মাঠ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।”
বেসবল সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বিশ্বজুড়ে এটি দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা। যদিও বাংলাদেশে এখনো নতুন, তবে সময়ের সঙ্গে এটি জনপ্রিয়তা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। প্রথমে সিনেমার মাধ্যমে বেসবল দেখেছিলাম—সেখানে পরিবার ও আবেগের এক সুন্দর বন্ধন ফুটে উঠেছিল।”
তিনি আরও যোগ করেন, “এই খেলাটি তরুণদের শারীরিক ও মানসিকভাবে উন্নত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) কাজী মো. ফজলুল করিম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, সাউথ এশিয়ান বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. অনুপম হোসেন, এবং বাংলাদেশ সফটবল ও বেসবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা যুবায়ের।
বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের ১২টি দল অংশ নিচ্ছে। আগামী ১ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এলএনডি/এমআর






