প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচন ঘিরে দেশের ভেতর ও বাইরে থেকে বিভিন্ন অপশক্তি সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বৃহৎ শক্তি নিয়ে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ হবে। যেকোনো সময় আকস্মিক হামলা বা বিঘ্ন ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই সব ধরনের ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি রাখতে হবে।”
তিনি আরও নির্দেশনা দেন, নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির কাজ আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
বৈঠকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন কার্যক্রম শুরু হবে, এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের দায়িত্ব বণ্টনের তালিকা প্রস্তুত হয়েছে। নিকটাত্মীয় বা শ্বশুরবাড়ির এলাকায় কাউকে পদায়ন করা হবে না। পাশাপাশি, গত তিনটি নির্বাচনে রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারীদের এবারের নির্বাচনে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলএনডি/এমআর






