পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতির জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই— ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট নয়, বরং কিছু রাজনৈতিক দল কথার মাধ্যমে উত্তেজনা ধরে রাখার কৌশল নিচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো অনৈক্য নয়, বরং মতানৈক্য রয়েছে। এসব মতানৈক্য আলোচনা ও সংলাপের মাধ্যমেই দূর করা সম্ভব।”
তিনি আরও বলেন, “নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় সাড়ে ৫০০ কোটি নয়, ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া উচিত। আমাদের দেশে এত আইন ও নীতিমালা আছে যে, তা মেনে চলতে গিয়েই কাজ শুরু করতে দেরি হয়। উপরন্তু পরিবেশ মন্ত্রণালয় সবসময় তুলনামূলক কম বাজেট পায়।”
জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ চলছে। এ জন্য জলবায়ু পরিবর্তন তহবিলে অর্থ সংরক্ষিত আছে। তবে সুপেয় পানি সরবরাহ মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব, পরিবেশ মন্ত্রণালয়ের নয়।”
শেষে তিনি বলেন, “ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে, তাহলেই টেকসই পরিবেশ সুরক্ষা সম্ভব হবে।”
এলএনডি/এমআর






