নির্বাচন ভবনের নিরাপত্তা বাড়াতে পুলিশকে ইসির চিঠি

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভবনটি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ইসির উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর (শনিবার) রাতে অজ্ঞাত কিছু দুষ্কৃতকারী নির্বাচন ভবনের সামনের ভাস্কর্যের কাছে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের সার্বিক নিরাপত্তা নিয়ে ইসি উদ্বেগ প্রকাশ করেছে।

এছাড়া অফিস সময় শেষে এবং ছুটির দিনে ভবনের আশপাশে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে বলে চিঠিতে বলা হয়।

নির্বাচন ভবনের চারপাশে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সব ধরনের দোকান ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখা এবং পুলিশের টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে ভবনের চারপাশে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর নির্বাচন কমিশন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে নির্বাচন ভবনের নিরাপত্তায় অবৈধ দোকানপাট ও ভ্রাম্যমাণ ব্যবসা উচ্ছেদের নির্দেশ দেয়। পরবর্তীতে যৌথবাহিনীর সদস্যরা আগারগাঁও এলাকার ‘কেকপট্টি’ নামে পরিচিত দোকানগুলো উচ্ছেদ করে।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে তারা নিয়মিতভাবে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠক করে চলেছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন