বাংলাদেশে জাকির নায়েকের সফর, অবগত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। আগামী ২৮ নভেম্বর তার ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সম্প্রতি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তার এই সফরের ঘোষণা দিয়েছে।

তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ড. জাকির নায়েকের সফরের বিষয়ে আমি প্রথমবার সাংবাদিকদের কাছ থেকেই শুনেছি। এখনো এ বিষয়ে মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি।”

এ সময় তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক দল আমন্ত্রণের বিষয়টি নির্বাচন কমিশন দেখভাল করবে। সরকার এমন কোনো সংস্থাকে আমন্ত্রণ জানাবে না, যা অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করতে পারে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর কোনো সংশয় নেই।

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্য কোনো দেশের উদ্বেগের কারণ নেই। ঢাকা সবার সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন