নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে, যার মাধ্যমে অস্ত্র উদ্ধার করা হচ্ছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং নির্বাচনের আগে অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব হবে।”

মঙ্গলবার সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও জানান, আসন্ন নির্বাচনে নিরাপত্তা রক্ষায় সবচেয়ে বেশি ভূমিকা রাখবে বাংলাদেশ আনসার বাহিনী। প্রতিটি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ জন আনসার সদস্য। পাশাপাশি এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার সদস্য নিয়োজিত থাকবেন বলে জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও জাতীয় উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা নিজেদের জীবনবাজি রেখে দায়িত্ব ও দেশপ্রেমের সঙ্গে জাতির সেবা করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “দেশের সবচেয়ে বৃহৎ এই বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের সময় প্রায়ই যাতায়াতজনিত সমস্যার সম্মুখীন হন। তাদের ভোগান্তি কমাতে ও চলাচলে সুবিধা বৃদ্ধির লক্ষ্যেই আজকের ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন