বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে।
রবিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠক শেষে এ সব চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়।
সই হওয়া চুক্তি ও সমঝোতাগুলো হলো—
- দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি
- বাণিজ্যবিষয়ক যৌথ কর্মীদল (জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ) গঠন
- সংস্কৃতি বিনিময়
- দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা
- রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা
- বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর মধ্যে গবেষণা ও সহযোগিতা
এর আগে বৈঠকে অংশ নেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন—পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এলএনডি/এমআর






