স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে, তখন কোনো ধরনের ষড়যন্ত্রই কার্যকর হবে না।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।
নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রচারণার বিষয়ে তিনি বলেন, এখন দেশ স্বাধীন, তাই সবাই মত প্রকাশের সুযোগ পাচ্ছে। কে কোন বক্তব্য দিচ্ছে, সেটা জনগণই মূল্যায়ন করবে। জনগণ যখন নির্বাচনমুখী হবে, রাজনৈতিক দলগুলোও তখন নির্বাচনে অংশ নেবে, আর তখন কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। জনগণই মূল শক্তি, তাই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শুধু নির্বাচন নয়, সারাবছরই দেশে অস্ত্র প্রবেশ ঠেকাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, প্রতিদিনই কোথাও না কোথাও অস্ত্র উদ্ধার হচ্ছে। আগামী নির্বাচনের আগে যতটা সম্ভব অস্ত্র উদ্ধার করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে নির্বাচনের সময় বাইরের দেশ থেকে অস্ত্র প্রবেশের চেষ্টা দেখা গেছে। এবারের নির্বাচনকে ঘিরেও যেন সে ধরনের প্রবণতা না ঘটে, সেজন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো সমস্যা হবে না। চিফ অ্যাডভাইজার যে সময় দিয়েছেন, সেই অনুযায়ী আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, দেশের সীমান্ত এখন নিরাপদ এবং সুরক্ষিত। সীমান্ত এলাকায় বসবাসরত জনগণও খুব সচেতন, যা সীমান্ত নিরাপত্তায় বড় ভূমিকা রাখছে।
এলএনডি/এমআর






