ড. ইউনূসের জন্য বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

মার্কিন শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। শনিবার অনুষ্ঠিত “মার্কিন শুল্ক ও বাংলাদেশের চ্যালেঞ্জ” বিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের ব্যক্তিগত পরিচিতি থাকায় আলোচনায় ইতিবাচক প্রভাব পড়েছে। শুরু থেকেই অন্তর্বর্তী সরকার শুল্ক কমানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল, যার ফলেই ৩৫ শতাংশ থেকে শুল্ক কমিয়ে ২০ শতাংশে নামানো সম্ভব হয়েছে।

প্রেস সচিব জানান, শুল্ক আরও কমানোর জন্য ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ধাপে ধাপে উন্নত হবে এবং রপ্তানিও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “আলোচনার সময় অন্যান্য বাজারের ওপর প্রভাব কেমন হতে পারে, সেটিও বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গে শফিকুল আলম উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরও দৃঢ় অবস্থানে পৌঁছাবে।

উল্লেখ্য, প্রথমদিকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে গত ৩১ জুলাই তা কমিয়ে ২০ শতাংশে আনে ট্রাম্প প্রশাসন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন