কেন্দ্র দখল করলে ভোট বাতিল হবে : সিইসি

Liberty News Desk
সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিন জানিয়েছেন, রমজানের আগেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো কেন্দ্র দখলের ঘটনা ঘটলে সেই কেন্দ্রের পুরো ভোটই বাতিল করা হবে।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “নির্বাচন হবে কি হবে না—এ নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্যে আমরা যাচ্ছি না। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ এগিয়ে নিচ্ছি। চিঠি পাওয়ার পর থেকেই প্রস্তুতি ত্বরান্বিত করা হয়েছে।”

তিনি আরও জানান, জেলা প্রশাসক বা পুলিশ সুপারদের নিয়োগে বিশেষ কোনো প্রভাবশালীকে রাখা হবে না। যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন, তাদের সেই আশা পূরণ হবে না। অতীতের কেন্দ্র দখলের সংস্কৃতি এবার আর চলবে না বলেও তিনি মন্তব্য করেন।

আনুপাতিক নির্বাচন পদ্ধতি (পিআর পদ্ধতি) নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানে এ ধরনের ব্যবস্থা নেই, তাই এর বাইরে যাওয়ার সুযোগও নেই। এ নিয়ে রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক থাকলেও নির্বাচন কমিশন এর মধ্যে প্রবেশ করতে চায় না।

এছাড়া তিনি উল্লেখ করেন, আদালতে বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আদালতের রায়ের ওপরই চূড়ান্ত বিষয়টি নির্ভর করবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন