খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বৃহস্পতিবার (২১ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও বাণিজ্য বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার পাকিস্তানি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে করাচি বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এর ফলে উভয় দেশের মধ্যে বাণিজ্য আরও গতিশীল হয়েছে।

পূর্বে পাকিস্তানি পণ্য তৃতীয় দেশের মাধ্যমে আমদানি করতে সময় ও খরচ বাড়ত।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভ্রাতৃপ্রতিম দুই দেশের জনগণের কল্যাণে বাণিজ্য ও সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন