একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১

Liberty News Desk
ছবি সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা এবং দুজন রাজশাহী বিভাগের। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১০ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭৮২ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে বরিশালে ৮২ জন, চট্টগ্রামে ৩৭ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ৫১ জন, দক্ষিণ সিটিতে ৬১ জন, খুলনায় ১৫ জন, ময়মনসিংহে ২ জন এবং রাজশাহীতে ২১ জন। একই সময়ে ৩১৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৩৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, আগস্ট মাসের ২১ দিনে ৬ হাজার ৮০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪০৩ জন রোগী। এর মধ্যে ৪৪০ জন ঢাকার, বাকিরা বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন।

এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত শনাক্ত রোগীদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী। মৃত্যুর ক্ষেত্রেও একই চিত্র—৫৮ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৪১ দশমিক ৮ শতাংশ নারী।

মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ১১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১৭৭৩, জুনে ৫৯৫১ এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হন। এ সময় মারা যান জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন