প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন, আওয়ামী লীগের যে বটবাহিনী টার্গেট করছে, টার্গেট করার সময় যেটা ওরা করছে, এটা খুবই ভয়াবহ। তার পরিবার ও স্বজনদেরও টার্গেট করছে। তাদের ছবি বিকৃত করে এমনভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে অনেকে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছেন।
সোমবার (১৮ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ও সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, “আমার স্ত্রী, মেয়ে এবং আত্মীয়-স্বজনদের ছবি ভয়াবহভাবে বিকৃত করা হয়েছে। এতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কেবল আমাকে নয়, আমার চারপাশের সবাইকে তারা লক্ষ্যবস্তু বানিয়েছে।”
তিনি আরও জানান, বিষয়টি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে বাধ্য হয়ে তাকে নিজের আত্মীয়-স্বজনদের অনেককে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আনফ্রেন্ড’ করতে হয়েছে। এমনকি গত ১০ বছরে তোলা তার ব্যক্তিগত ছবিগুলোও সরিয়ে ফেলতে হয়েছে।
এলএনডি/এমআর






