ঢাকার বাইরে এখনো মব চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ঢাকার ভেতরে মব জাস্টিসের ঘটনা কমেছে। তবে দেশের বিভিন্ন স্থানে এখনো এ ধরনের ঘটনা ঘটছে এবং সরকার সেটি কমাতে কাজ করছে।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “মব জাস্টিস কীভাবে কমানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এখনো বিচ্ছিন্নভাবে এমন ঘটনা ঘটছে, যেমন কিছুদিন আগে রংপুরে হয়েছিল। ঢাকায় অনেকটা কমলেও আশপাশের এলাকায় এখনো হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন সর্বোচ্চ সীমায় তা নিয়ন্ত্রণ করা যায়।”

ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় আলোচিত রিকশাচালক প্রসঙ্গ উঠলে তিনি বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতোমধ্যে বক্তব্য দেওয়া হয়েছে, তাই অতিরিক্ত কিছু বলার প্রয়োজন নেই।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে মোট ২৫ হাজার ৮৭১ জন নতুন সদস্য যোগ দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন এবং ফায়ার সার্ভিসে ২০৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন