আগষ্টে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Liberty News Desk
ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১১-১৩ আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই দ্বিপক্ষীয় সফর অনুষ্ঠিত হবে। সফরকালে দুই দেশের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এরই মধ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সফর করে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছেন।

এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা, রাজনীতিক ও মানবাধিকারকর্মী নুরুল ইজ্জাহ আনোয়ার ২৬ জুলাই রাতে ঢাকায় পৌঁছেছেন। রোববার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জুলাই বিপ্লব ২০২৪-এর উত্তরাধিকার: বাংলাদেশের পুনর্গঠন’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।

গত ২৪-২৫ জুলাই কুয়ালালামপুর সফর করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সেখানে মালয়েশিয়ার পররাষ্ট্র সচিব আমরান মোহাম্মদ জিনের সঙ্গে বৈঠকে বসেন তিনি। আলোচনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সফরের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সফর শেষে ২৬ জুলাই তিনি দেশে ফেরেন।

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, “আগস্টে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নির্ধারিত রয়েছে। সফরটি নিয়ে আমরা কাজ করছি।” উল্লেখ্য, ২০২৩ সালের ৪ অক্টোবর ঢাকায় সফরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

সফরে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি চুক্তি এবং তিনটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS), এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর সঙ্গে যৌথ উদ্যোগ। পাশাপাশি আরও কিছু বিষয়ে সমঝোতার আলোচনা চলছে, যা চূড়ান্ত পর্যায়ে বাড়তেও পারে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন