অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সরকারের সময়ে শুধু আইনের ব্যত্যয়ই ঘটেনি, ধ্বংস হয়েছে কার্যপ্রক্রিয়াগুলোও। আর সংশ্লিষ্ট মানুষগুলো এখনো রয়ে গেছে, তাদের কোনো পরিবর্তন হয়নি। অনেকে বলেন, সব বাদ দিয়ে নতুন করে শুরু করতে হবে, কিন্তু সেটা বাস্তবে সম্ভব নয়। তাই ধমক, বুঝিয়ে বলা ও তদারকির মাধ্যমে কাজ করাতে হচ্ছে।
শনিবার দুপুরে ঢাকায় এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল ড. হোসেন জিল্লুর রহমানের লেখা ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা।
ড. সালেহউদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চায় দ্রুত একটি রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করুক, যেটি দেশ পরিচালনায় স্পষ্ট দিকনির্দেশনা দেবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মতো আর্থিক বিপর্যয় পৃথিবীর আর কোথাও ঘটেনি। কোনো কোনো ব্যাংকের ৮০ শতাংশ অর্থ লোপাট হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, ব্যাংক খাত উদ্ধারে ১৮ বিলিয়ন ডলার প্রয়োজন, আর বিশ্ব ব্যাংক বলছে এই অঙ্ক ৩৫ বিলিয়ন ডলার।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাতারাতি রাষ্ট্রের সংস্কার সম্ভব নয়। এজন্য সময়ের প্রয়োজন। গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকলে তা ফলপ্রসূ হবে না। তিনি জোর দিয়ে বলেন, কোনো কিছুই চাপিয়ে দেওয়া উচিত নয়, বরং দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রতিনিধিদের গণতান্ত্রিক উপায়ে সংসদে পাঠিয়েই কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লেখক ও গবেষক ড. হোসেন জিল্লুর রহমান, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এবং গবেষক আলতাফ পারভেজ।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






