আমরা রাতের অন্ধকারে কিছু করতে চাই না: সিইসি

Liberty News Desk
সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না, দিনের আলোতেই সব কার্যক্রম সম্পন্ন হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”

শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি একটি আধুনিক হুমকি, যা অস্ত্রের চেয়েও ভয়াবহ হতে পারে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রযুক্তিনির্ভর যেকোনো হস্তক্ষেপ রোধে নির্বাচন কমিশন সতর্ক রয়েছে।

সিইসি জানান, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে এবং সন্ত্রাস দমন অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাবে।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন