রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোচ জোনে অবস্থিত হওয়ায় এটি জননিরাপত্তার জন্য অনিরাপদ—এমন মন্তব্য করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) ঢাকার বাংলামটরে বিআইপির কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিআইপির যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম। তিনি বলেন, রানওয়ের পরবর্তী ১৩ হাজার ফুট জায়গা বিমান ওঠানামার জন্য ব্যবহৃত হয়, যাকে অ্যাপ্রোচ এরিয়া বলা হয়। এই এলাকায় জনসমাগম হয় এমন স্থাপনা থাকা আন্তর্জাতিকভাবে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।
প্রতিবেদনে আরও বলা হয়, কারিগরি অনুমোদন থাকলেও এই ধরনের এলাকায় স্কুল, কলেজ, মসজিদ বা হাসপাতালের মতো প্রতিষ্ঠান নিরাপদ নয়। জনস্বার্থে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে বিআইপি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সভাপতি আদিল মুহাম্মদ খান বলেছেন, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান চলাচলের অ্যাপ্রোচ জোনে ঝুঁকিপূর্ণ স্থাপনার অনুমোদন উন্নয়ন ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করে। ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে প্রাণহানি ঠেকানো কঠিন হবে।
তিনি বলেন, যেসব ভবন রানওয়ে বা ফ্লাইং জোনের নিয়ম ভেঙে নির্মিত হয়েছে, সেগুলো দ্রুত অপসারণ বা সংশোধন করতে হবে। প্রয়োজনে অবৈধ উঁচু অংশ ভেঙে ফেলার পরামর্শ দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহরিয়ার আমিন, সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান, কোষাধ্যক্ষ ড. মোসলেহ উদ্দীন হাসান এবং বোর্ড সদস্য আবু নাঈম সোহাগ।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






