ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি ও আহতদের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী, দুর্ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩২ জন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৫১ জন।
হাসপাতালভিত্তিক তথ্য:
- জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: ভর্তি ৪১, মৃত্যু ১৪
- সিএমএইচ (ঢাকা): ভর্তি ৮, মৃত্যু ১৫
- শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ: ভর্তি ১, মৃত্যু ৪
- ঢাকা মেডিকেল কলেজ: ভর্তি ১, মৃত্যু ৫
- লুবানা জেনারেল হাসপাতাল: ভর্তি ৬, মৃত্যু ১ (অপরিচিত)
- ইউনাইটেড হাসপাতাল: মৃত্যু ১, কেউ ভর্তি নেই
- জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট: ভর্তি ১, কোনো মৃত্যু হয়নি
এই তথ্যগুলো সংশ্লিষ্ট হাসপাতাল থেকে ফোনে পাওয়া গেছে বলে জানানো হয় পোস্টে।
উল্লেখযোগ্য যে, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর ভেঙে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হন এবং আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






