আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ: প্রধান উপদেষ্টা

Liberty News Desk
সংগৃহীত ছবি

ছাত্র-শ্রমিক-জনতার ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আগের ১৫ বছরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সন্ত্রাসী হামলায় এবং রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন শহীদ আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

সাক্ষাতে তাঁরা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতদের বিচার ও তদন্তের অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে ড. ইউনূস ঘটনার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও তদন্ত প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তরকে

আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তার বাবা মোহাম্মদ বরকত উল্লাহ।

তিনি বলেন, “দেশের স্বার্থে কথা বলার কারণেই আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে অসম চুক্তির প্রতিবাদ করেছিল। এখনো ওর মা ছেলের জন্য কাঁদেন। আর যেন কোনও মা সন্তানের লাশ না ধরেন।”

সাক্ষাতে তিনি আরও জানান, কুষ্টিয়ার গড়াই নদীর ওপরে একটি সেতুর অভাবে প্রায় ৩০ হাজার মানুষ দুর্ভোগে আছেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরও সেতুটি নির্মিত হয়নি। এ বিষয়ে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন বরকত উল্লাহ।

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ সব শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীবান্ধব করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেন, “আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো শিক্ষার্থী বান্ধব নয়। ল্যাব, সরঞ্জাম ও নানা ক্ষেত্রে সংকট রয়েছে। অন্তর্বর্তী সরকার যেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়, সেটিই প্রত্যাশা।”

র‍্যাগিং বন্ধে কড়া পদক্ষেপের দাবিও জানান তিনি। বলেন, “বুয়েটে নিপীড়নের ঘটনা এটিই প্রথম নয়। পূর্বের ঘটনাগুলোর তদন্ত ও বিচার জরুরি।”

সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, “আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনা জাতিকে স্তব্ধ করেছিল। এর বিচার অবশ্যই হবে। গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় সংঘটিত সব হত্যাকাণ্ড তদন্তের জন্য তালিকা তৈরি হচ্ছে। রাষ্ট্রীয় বাহিনী দ্বারা পরিচালিত অপরাধের দিকেও নজর দেওয়া হয়েছে এবং সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে।”

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন