বাংলাদেশ বিমানে বোমা আতঙ্কে স্থগিত ফ্লাইট

Liberty News Desk
সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কাঠমান্ডুগামী একটি ফ্লাইটে ছড়িয়ে পড়েছে বোমা আতঙ্ক। ফ্লাইটটি ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে অচেনা নম্বর থেকে এসেছে ফোনকল। তাতে অপর প্রান্ত থেকে বলা হয়েছে, বোমা রয়েছে বিমানের ওই ফ্লাইটে।

বার্তা পেয়েই বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে কর্তৃপক্ষ। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ফ্লাইটের সব যাত্রীকে; সেইসঙ্গে স্থগিত করা হয়েছে ফ্লাইটটি।

আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। এর কিছুক্ষণ আগে ফ্লাইটটিতে বোমা থাকার বার্তা আসে একটি নম্বর থেকে। তাই আরোহীদের নিরাপদে সরিয়ে নিয়ে বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি শুরু করে দেয়।

জানা গেছে, উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর সাংবাদিকদের জানান, অজ্ঞাতনামা নম্বর থেকে ফোন করে জানানো হয়, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি গ্রহণ করছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে সরিয়ে নেওয়া হয়।

কারা কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান রওশন কবীর।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন