আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে চাওয়ার পর সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নিরাপত্তার স্বার্থে কারাগারের একক সেলে (সেলুলার কারাগার) স্থানান্তর করা হয়েছে। ছিলেন আসামি হয়ে গেলেন রাজসাক্ষী।
বৃহস্পতিবার বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাকে সরাসরি সেই নতুন সেলে নেওয়া হয়।
এর আগে দুপুরে দোষ স্বীকার করে নিজেকে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন ট্রাইব্যুনালে। সেখানে তিনি বলেন, তিনি জুলাই হত্যার ঘটনায় অপরাধবোধ করছেন। তিনি সব খুলে বলতে চান। এজন্যই তিনি জুলাই হত্যার ঘটনার সাক্ষী হতে চান।
পরে তার আইনজীবী ট্রাইব্যুনালকে বলেন, তিনি যেহেতু অন্য বন্দিদের সঙ্গে থাকেন সেখানে তার নিরাপত্তার ঘাটতি রয়েছে। কাজেই তাকে অন্য সেলে রাখা হোক। পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ চৌধুরী মামুনের নিরাপত্তা বাড়াতে নির্দেশ দেন। সেই সঙ্গে তাকে ভিন্ন সেলে নিরাপত্তা দিতে বলা হয়েছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






