পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফেরত চাইল ইসি

Liberty News Desk
ফাইল ছবি

ইসির পক্ষ থেকে পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ আশা প্রকাশ করেছেন, সরকার ইসিকে এ বিষয়ে আগের ক্ষমতা ফিরিয়ে দেবে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ভোটে কোনো কারচুপি হলে কেন্দ্রর ভোট বাতিলের সক্ষমতা আমাদের ছিল। যেটা ছিল না সেটা হচ্ছে পুরো নির্বাচনী আসনের ভোট বন্ধ করার ক্ষমতা, যেটা একসময় সরিয়ে নেওয়া হয়েছিল। এটাও আমরা ফেরত পাওয়ার জন্য আমরা প্রস্তাব করেছি এবং আশা করি আমরা এটা ফেরত পাব।’

হলফনামায় মিথ্যা তথ্যের বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, এ ক্ষেত্রে কিছু কারেকশন আছে। এখানে দ্বৈত নাগরিককে ঘোষণা দিতে হবে সার্টিফিকেট দিতে হবে ইত্যাদি।

তিনি আরো বলেন, ‘ফৌজদারি মামলার ব্যাপারে আমরা যেমনটা বলেছি প্রার্থীর সারা জীবনে ফৌজদারি মামলার হিস্ট্রি দিতে হবে। নিকট আত্মীয় বলতে আরপিওতে যে ব্যাখ্যা দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে, সেই নিকট আত্মীয়দের, ডিপেন্ডেন্ট ভাই-বোন ইত্যাদি, সবার সম্পদের বিবরণ জমা দিতে হবে। এটা পুরাটাই আমরা মোটামুটি সংস্কার কমিশনের যে প্রস্তাবনা ছিল সেটাকে ধারণ করে তৈরি করেছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে আইনে অস্পষ্টতা আছে হলফনামায় মিথ্যা তথ্য দিলে, নির্বাচন কমিশনের যেন তদন্ত করে জবাবদিহির আওতায় নিয়ে আসতে পারে, এই সক্ষমতা থাকে সেই ব্যবস্থা করা হবে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন