পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারাদেশে একদিনে মোট ১ হাজার ৪৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার তিন জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৫১ জন।
আজ রবিবার পুলিশ সদর দপ্তরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৪৫৪ জনকে গ্রেপ্তার করে। এ সময় ছয়টি চাইনিজ কুড়াল, পঁচিশটি ডেগার, একটি হাসুয়া, একটি বার্মিজ টিপ চাকু, দুইটি ছোরা ও বিশটি ২ দশমিক ২ এমএমগুলি উদ্ধার করা হয়।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, সারাদেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






