রিজওয়ানা : তিন শূন্যে মুসলিমদের কার্যকর ভূমিকা দরকার

Liberty News Desk
সংগৃহীত ছবি

বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একত্র হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, মুসলিম বিশ্বের অনেক দেশ এখনো প্রকৃত সহায়তা থেকে বঞ্চিত। আমরা যদি থ্রি-জিরো তত্ত্ব-জিরো দারিদ্র্য, জিরো বেকারত্ব এবং জিরো নেট কার্বন নিঃসরণ-অনুসরণ করি, তাহলে এই সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন সম্ভব।

ঢাকায় আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে মুসলিম বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে অর্ধশতাধিক প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

সম্মেলনে অংশ নেওয়া উদ্যোক্তারা জানান, এটি কেবল একটি সম্মেলন নয়, বরং একটি বৃহত্তর সামাজিক পরিবর্তনের আন্দোলন। তাদের বিশ্বাস, সামাজিক ব্যবসার মাধ্যমে মুসলিম বিশ্ব আরও ন্যায্য ও টেকসই ভবিষ্যতের পথে অগ্রসর হতে পারবে।

সম্মেলনে অংশগ্রহণকারী মুসলিম দেশের প্রতিনিধিরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূয়সী প্রশংসা করেন।

তারা বলেন, যেসব দেশ বর্তমানে রাজনৈতিক বা সামাজিক সংকট মোকাবিলা করছে, তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। একই সঙ্গে, মুসলিম বিশ্বের অভিন্ন সমস্যাগুলো সমাধানে ঐক্যবদ্ধ প্রয়াস চালানো প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন