হাতের তালুতে সুইসাইড নোট লিখে নারী চিকিৎসকের আত্মহত্যা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে এক নারী চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে নিজের হাতের তালুতে লেখা এক বার্তায় তিনি এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ তুলে গেছেন।

রবিবার (২৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারা জেলায়।

প্রতিবেদন অনুযায়ী, ওই চিকিৎসক তার বাম হাতের তালুতে লিখেছিলেন—ফালতান থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল গত পাঁচ মাস ধরে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং একাধিকবার ধর্ষণ করেছেন। এই নির্যাতনের কারণেই তিনি জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন। এছাড়া, সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত নামের এক ব্যক্তির বিরুদ্ধেও মানসিক হয়রানির অভিযোগ উল্লেখ করেছেন তিনি।

ঘটনার পর পুলিশ এসআই গোপালকে গ্রেপ্তার করেছে। তিনি পরে নিজেই থানায় আত্মসমর্পণ করেন। এছাড়া, প্রশান্তকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সাতারা জেলার পুলিশ সুপার তুষার দোশি জানান, অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, মৃত চিকিৎসক সাতারা জেলার একটি সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ফালতান শহরের একটি আবাসিক হোটেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন