মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনকে ঘিরে আয়োজিত এক মোটরসাইকেল মিছিলে অংশ নেওয়া প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাতের এ ঘটনায় কুয়ালালামপুরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।
পুলিশ জানায়, রাত প্রায় ১০টার দিকে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মোটরসাইকেল কনভয়ে অতিক্রম করেন। তাদের অনেকে ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন এবং যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থি নীতির বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যায়, “মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও।”
মার্কিন দূতাবাস থেকে প্রায় ১০০ মিটার দূরে মেনারা তাবুং হাজির সামনে পুলিশের একটি চেকপয়েন্টে তাদের থামানো হয়। এরপর মোটরসাইকেলগুলো জব্দ করে বিক্ষোভকারীদের পায়ে হেঁটে জালান তুন রাজাক থানায় যেতে বলা হয়।
এর একদিন আগে, ট্রাম্পবিরোধী আরেকটি সমাবেশে ৭০০-এর বেশি মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা ‘ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো’ ও ‘গো হোম ট্রাম্প’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। ঘটনাস্থলে ফেডারেল রিজার্ভ ইউনিটসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।
উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত ২৭ সেপ্টেম্বর ট্রাম্পকে ৪৭তম আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের পক্ষে মত দেন। তিনি বলেন, মালয়েশিয়া কূটনৈতিকভাবে ফিলিস্তিন ও গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে।
আজ পুলিশ আবারও আয়োজকদের সতর্ক করেছে যে, আমপাং পার্ক এমআরটি স্টেশনের কাছে পরিকল্পিত ট্রাম্পবিরোধী বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না। কুয়ালালামপুরের পুলিশ কমিশনার ফাদিল মারসুস জানান, যৌথ গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ওই এলাকাকে নিরাপত্তার জন্য অনুপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এলএনডি/এমআর






