ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন তীর্থযাত্রী। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৩ জন। রবিবার (২৪ আগস্ট) গভীর রাতে বুলন্দ শহরের আলীগড় সীমান্তের আরনিয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, কাসগঞ্জ জেলার রফাতপুর গ্রাম থেকে ৬১ জন তীর্থযাত্রী একটি ট্রাক্টর-ট্রলিতে চড়ে রাজস্থানের জাহারপীর মাজারের উদ্দেশে যাচ্ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান এবং অনেকে গুরুতর আহত হন।
নিহতদের মধ্যে আছেন চালক ই উ বাবু (৪০), রামবেতি (৬৫), যোগেশ (৫০), বিনোদ (৪৫), ঘনিরাম (৪০), মক্ষি (৪০), চাঁদনি (১২) ও শিবাংশ (৬)। আহতদের মধ্যে অন্তত ১২ শিশু রয়েছে। গুরুতর অবস্থায় তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আহতদের আলীগড় মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে জেলা প্রশাসক শ্রুতি, এসএসপি দীনেশ কুমার সিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি দ্রুত ও উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
এদিকে দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। নিহতদের বাড়িতে চলছে আহাজারি। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তাহীনভাবে অতিরিক্ত যাত্রী পরিবহন করার কারণেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।
এলএনডি/এমআর






