চীনে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ। সেই চাপ সামলাতে শেনঝেনের এক তরুণী অভিনব উপায়ে টাকা জোগাড় করে সবার নজরে এসেছেন।
‘শিয়াওলি’ নামের ওই তরুণী নাকি একসঙ্গে ২০ জন প্রেমিকের কাছ থেকে আলাদাভাবে একটি করে আইফোন ৭ উপহার নেন। পরে সব ফোন বিক্রি করে দেন একটি রিসাইক্লিং প্রতিষ্ঠান, হুই শৌ বাও-এর কাছে। প্রতিটি ফোনের দাম ধরা হয়েছিল প্রায় ৬ হাজার ইউয়ান।
এভাবে মোট ১ লাখ ২০ হাজার ইউয়ান সংগ্রহ করেন তিনি। ওই অর্থ দিয়ে গ্রামে একটি বাড়ির অগ্রিম বুকিং সম্পন্ন করেন।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ কেউ তরুণীর বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন, আবার অনেকে এটিকে নৈতিকতার বাইরে বলে সমালোচনা করেছেন। এমনকি অনেকের সন্দেহ ছিল এটি হয়তো প্রচারণার কৌশল। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জানিয়েছে, তারা সত্যিই একজন গ্রাহকের কাছ থেকে ২০টি আইফোন কিনেছিল।
এলএনডি/এমআর






