ভারতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ১৪ দিনের জেল হেফাজতে

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গের একটি আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। শনিবার (২৩ আগস্ট) উত্তর চব্বিশ পরগনার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী কমিশনার (এসিপি) মো. আরিফুজ্জামান। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জানায়, আরিফুজ্জামান সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গের বসিরহাটের স্বরূপনগর উপজেলার বিথারী সীমান্ত দিয়ে প্রবেশ করেন। পরে বিএসএফ সদস্যরা তাকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন এবং প্রাণ বাঁচাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন।

রোববার তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪এ(খ) ধারা ও ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টের ১২ ধারায় মামলা হয়েছে (স্বরূপনগর পিএস কেস নং-৫৬৬/২০২৫)।

মামলার নথি অনুযায়ী, ৪৮ বছর বয়সী আরিফুজ্জামানের বাড়ি নীলফামারী সদর উপজেলার সাহিপাড়া গ্রামে। তাঁর বাবার নাম আফসার আলী আহমদ।

গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। ওই ঘটনায় দায়িত্বে থাকা কর্মকর্তা হিসেবে আরিফুজ্জামানের নাম আসামির তালিকায় ওঠে। এরপর ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি গা-ঢাকা দেন এবং পরবর্তীতে কর্মস্থল থেকে সাময়িক বরখাস্ত হন।

ভারতে আটক হওয়ার পর আবারও আলোচনায় উঠে এসেছে আবু সাঈদ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি আরিফুজ্জামান।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন