ইসরায়েলের এক বনে রহস্যময় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি প্রাইভেটকার থেকে দুইজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে দমকলকর্মীরা। মরদেহগুলো সম্পূর্ণ অঙ্গার হয়ে গেছে।
শনিবার (২৩ আগস্ট) দেশটির কফার কাসিম শহরের কাছে হরশিম বনে এ ঘটনা ঘটে। রবিবার (২৪ আগস্ট) স্থানীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে।
পুলিশ জানায়, গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভেতরে দুটি মরদেহ পাওয়া যায়। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ফরেনসিক টিমও আলাদাভাবে তদন্ত চালাচ্ছে।
কান পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি পরিকল্পিত অপরাধ হতে পারে বলে মনে করছে পুলিশ। এ বিষয়ে সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
এলএনডি/এমআর






