ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় এবার সরাসরি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি বিজেপিকে বর্ণনা করেছেন ‘ফ্যাসিবাদী বিজেপি’ হিসেবে। আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে ঘিরেই তিনি এই ঘোষণা দেন।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বক্তব্য দেন বিজয়। সেখানেই তিনি বিজেপিকে আখ্যা দেন ‘আদর্শগত শত্রু’ আর রাজ্যে ক্ষমতাসীন ডিএমকেকে বলেন ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’।
বিজয়ের ভাষায়, “সিংহ সবসময় সিংহই থাকে। তার গর্জন একবার উঠলে বহু দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। সিংহ যখন শিকারে নামে, সেটা হয় টিকে থাকার জন্য—বিনোদনের জন্য নয়। বনভূমিতে যতই শেয়াল থাকুক, রাজত্ব করে কিন্তু একাই—সিংহ।”
সমাবেশে তিনি আরও জানান, তার দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে) ২০২৬ সালের নির্বাচন এককভাবে লড়বে। কোনো জোটে নয়, ‘গো অ্যালোন’ কৌশল নিয়েই ভোটে নামার ঘোষণা দেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় এখন তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন। ডিএমকে ও এআইএডিএমকের বিকল্প হিসেবে ভোটারদের সামনে নতুন শক্তি গড়ে তোলা তার মূল লক্ষ্য।
উল্লেখ্য, তামিল রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রভাব বহু পুরোনো। এনটি রামা রাও, জয়ললিতা, কামাল হাসানদের মতো তারকারা রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এবার সেই ধারার নতুন কণ্ঠ হয়ে উঠতে চাইছেন থালাপতি বিজয়।
সূত্র: ইন্ডিয়া টুডে
এলএনডি/এমআর






