রাশিয়াকে ট্রাম্পের কঠোর আল্টিমেটাম

Liberty News Desk
ফাইল ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যদি শিগগিরই শেষ না হয়, তবে আগামী দু’সপ্তাহের মধ্যেই রাশিয়ার ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ কিংবা বড় ধরনের নিষেধাজ্ঞা, অথবা উভয় পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আল্টিমেটাম দেন।

সম্প্রতি ইউক্রেনে মার্কিন সরকারের মালিকানাধীন একটি কারখানা রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়। এ ঘটনায় হোয়াইট হাউসের ওভাল অফিসে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “এতে আমি একেবারেই সন্তুষ্ট নই। শুধু এ হামলাই নয়, এই যুদ্ধ-সংক্রান্ত কোনো বিষয়েই আমি খুশি নই।”

তিনি আরও বলেন, “আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা সমাধানের পথ বের করার চেষ্টা করব। যদি সেটি সম্ভব হয়, তবেই আমি স্বস্তি পাব।”

ট্রাম্পের ভাষায়, “যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই সংকট নিরসনের কোনো অগ্রগতি না হয়, তবে আমাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সেটা হতে পারে উচ্চমাত্রার শুল্ক, বড় আকারের নিষেধাজ্ঞা, অথবা দুটোই।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চলছে তিন বছরেরও বেশি সময়। এই যুদ্ধ বন্ধে গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। এর তিন দিন পর ১৮ আগস্ট তিনি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গে বৈঠক করেন।

পরে ট্রাম্প জানান, শিগগিরই পুতিন ও জেলেনস্কিকে নিয়ে সরাসরি আলোচনার আয়োজন করবে যুক্তরাষ্ট্র। তার মতে, ওয়াশিংটনই হতে পারে সেই বৈঠকের আয়োজক।

তবে ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠককে ‘রাশিয়াকে চাপে ফেলার ব্যর্থ প্রচেষ্টা’ বলে সমালোচনা করেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

(তথ্যসূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, এএফপি)

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন