হঠাৎ স্কুলে হাতির ছানা : নেটিজেনরা বলছেন ‘ভর্তি হতে এসেছে’

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

কেরালার চেকাদি গ্রামের একটি সরকারি স্কুলে হঠাৎ হাতির শাবক প্রবেশ করে। এই অপ্রত্যাশিত ঘটনার কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা মিশ্র অনুভূতিতে পড়েন—একদিকে আনন্দ, অন্যদিকে উদ্বেগ। ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

চেকাদি গ্রাম কেরালা-কর্ণাটক সীমান্তের পুল্পল্লি থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত এবং তিন পাশে ঘিরে আছে জঙ্গল। স্থানীয়রা জানান, প্রায়ই হাতির পাল গ্রামটির আশপাশে ঘুরে বেড়ায়, কিন্তু স্কুলের ভেতরে শাবক ঢোকার ঘটনা এবারই প্রথম।

প্রায় ১১৫ শিক্ষার্থীর স্কুলে শিক্ষকরা দ্রুত ব্যবস্থা নেন। শিশুদের নিরাপদে শ্রেণীকক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করা হয়। একজন প্রি-প্রাইমারি শিক্ষিকা বলেন, ‘দুপুরের খাবারের পরপরই শাবকটি স্কুলে ঢুকে পড়ে, তাই বাচ্চাদের সামলানো তুলনামূলক সহজ ছিল।’ শাবকটি স্কুলের বারান্দায় ঘুরে বেড়াত।

প্রধান শিক্ষিকা জানান, প্রথমে তারা ভয় পেতেন পুরো হাতির পাল আসতে পারে। প্রায় এক ঘণ্টা দুশ্চিন্তায় থাকার পরও শাবকটি শান্ত ছিল। তিনি কৌতুক করে বলেন, ‘মনে হচ্ছিল যেন ভর্তি হতে চাইছে!’

পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তারা শাবকটিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, এটি পাল থেকে বিচ্ছিন্ন হয়ে পথ হারিয়ে ফেলেছিল।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে নেটিজেনরা মজার মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘জিজ্ঞেস করো ভর্তি হবে কি না!’ অন্যজন বলেন, ‘আশা করি মা হাতি কাছে ছিল, না হলে শাবককে জঙ্গলে ফিরানো ঝুঁকিপূর্ণ হত।’ আবার কেউ রসিকতা করে লিখেছেন, ‘ভর্তি হতে চাইছে, ক্লাসে বসিয়ে দাও, আর আর ফিরে যাবে না।’

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন