নাই দেহ : সড়কে মিলল পুরুষের ৬টি কাটা মাথা

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

মেক্সিকোর পুয়েবলা ও ত্লাক্সকালার মাঝামাঝি সড়ক থেকে ছয়টি বিচ্ছিন্ন মানবমাথা উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের দেহের কোনো খোঁজ এখনো মেলেনি।

ত্লাক্সকালা প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, মাথাগুলো সবই পুরুষদের। ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো সংগ্রহ করা হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু জানায়নি তারা।

মেক্সিকোতে অপরাধী গোষ্ঠীর হাতে এমন নৃশংস হত্যাকাণ্ড নতুন নয়। চলতি বছরের শুরুর দিকে সিনালোয়া রাজ্যে একটি সেতু থেকে ২০ জনের মরদেহ উদ্ধার হয়েছিল, যাদের মধ্যে পাঁচজনকে শিরশ্ছেদ করা হয়েছিল।

পুয়েবলা ও ত্লাক্সকালা রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশব্যাপী নথিভুক্ত ১৪ হাজার ৭৬৯টি হত্যাকাণ্ডের মধ্যে পুয়েবলায় ৩.৪% ও ত্লাক্সকালায় ০.৫% ঘটেছে। তুলনামূলকভাবে এ দুটি অঞ্চলকে সাধারণত নিরাপদ ভ্রমণ এলাকা হিসেবে ধরা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিক অবস্থানের কারণে মেক্সিকো মাদক ও মানবপাচারসহ আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্কের রুট হিসেবে ব্যবহৃত হয়, যা সহিংসতার বড় কারণ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন