আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও কিশোর রয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হেরাতের গুজারা এলাকায় যাত্রীবাহী বাস, জ্বালানিবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ থেকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদির ভাষ্যমতে, ইরান থেকে কাবুলগামী একটি যাত্রীবাহী বাস অতিরিক্ত গতিতে চলার সময় প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর কিছুক্ষণ পর বাসটি একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যেই বহু যাত্রী প্রাণ হারান।
তিনি আরও জানান, মোট নিহতদের মধ্যে ট্রাকের চালক, সহকারী, মোটরসাইকেলের চালক ও যাত্রীসহ চারজন ছাড়া বাকিরা সবাই ছিলেন বাসের যাত্রী। ভয়াবহ এই দুর্ঘটনা থেকে কেবল তিনজন বাসযাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।
নিহত যাত্রীরা সবাই আফগান নাগরিক, যারা দীর্ঘদিন ইরানে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। দেশটির সরকারের নির্দেশে তারা দেশে ফেরার পথে ছিলেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি আফগান নাগরিক ইরান থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে।
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা। অপর্যাপ্ত সড়ক অবকাঠামো, দুর্গম পাহাড়ি রাস্তা ও চালকদের বেপরোয়া গতি এসব দুর্ঘটনার জন্য মূলত দায়ী। এর আগে গত ডিসেম্বরেও দেশটিতে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছিলেন।
এলএনডি/এমআর






