নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে হামলা, নিহত ২৭

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজ আদায়কালে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

সাক্ষীদের বরাতে জানা যায়, মঙ্গলবার ভোররাতে মালুমফাশি এলাকার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মানতাউয়ের একটি মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছিলেন। সে সময় হঠাৎ সশস্ত্র একদল দুর্বৃত্ত প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বহু হতাহত হয়।

এখনও পর্যন্ত কোনো সংগঠন বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটে থাকে। বিশেষ করে জমি ও পানির স্বল্প প্রবেশাধিকারের কারণে পশুপালক ও কৃষকদের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে। গত জুনে উত্তর-মধ্যাঞ্চলে এমন আরেকটি হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, হামলার পরপরই সেনা ও পুলিশ উঙ্গুয়ান মানতাউ এলাকায় মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে বন্দুকধারীরা প্রায়ই খামারের ফসলের ভেতর লুকিয়ে থেকে স্থানীয় জনগণের ওপর হামলা চালিয়ে থাকে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন