রাশিয়া সামরিকভাবে শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, রাশিয়া সামরিকভাবে শক্তিশালী একটি শক্তিশালী দেশ। ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো প্রসঙ্গে মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।

ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র কখনোই ইউক্রেনে সেনা পাঠাবে না। এ ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই।”

এক প্রতিবেদনে জানানো হয়, ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা ইস্যুতে এটিই ছিল ট্রাম্পের প্রথম মন্তব্য। তিনি আবারও আশ্বাস দেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তিনি বৈঠক করানোর চেষ্টা করবেন, যদিও তিনি নিজে সরাসরি তাতে অংশ নেবেন না। তার দাবি, আলোচনায় বসলে দ্রুত যুদ্ধ বন্ধের পথ তৈরি হতে পারে।

জেলেনস্কিকে কিছুটা নমনীয় হওয়ার পরামর্শ দিয়ে ট্রাম্প বলেন, আমেরিকা সেনা পাঠাবে না, তবে চাইলে ইউরোপীয় দেশগুলো সেনা পাঠাতে পারে—সে ব্যাপারে তার কোনো আপত্তি নেই।

এ ছাড়া ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টা থেকে ইউক্রেনকে সরে আসারও পরামর্শ দেন তিনি। ট্রাম্পের মতে, ক্রিমিয়া পুনরুদ্ধারের আশা করা উচিত নয়। তবে তিনি যোগ করেন, ইউক্রেন অনেক এলাকা ফিরে পাবে এবং স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, রাশিয়ার সামরিক শক্তি অস্বীকার করার মতো নয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন