ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক নারী পুলিশ সদস্য মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। রাস্তায় কুকুরকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান এবং পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান। ঘটনাটি ঘটে সোমবার রাতের দিকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিহত পুলিশ সদস্যের নাম রিচা সাচান (২৫)। তিনি ডিউটি শেষে কবিনগর থানার দিক থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তার মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।
দুর্ঘটনার পর রিচাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। কবিনগরের অতিরিক্ত পুলিশ কমিশনার ভাস্কর বর্মা জানান, হেলমেট থাকলেও মাথায় গুরুতর আঘাত পান রিচা।
জানা গেছে, ২০২৩ সালে সাব-ইনস্পেক্টর পদে যোগ দেন রিচা সাচান। তিনি বর্তমানে শাস্ত্রীনগর আউটপোস্টের দায়িত্বে ছিলেন এবং ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
রিচার পরিবার জানিয়েছে, আগামী বছর তার বিয়ের পরিকল্পনা ছিল। মৃত্যুর পর ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। গাজিয়াবাদ পুলিশের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এলএনডি/এমআর






