কুয়েতে ভেজাল মদপানে নিহত ২৩, বাংলাদেশিসহ আটক ৬৭

Liberty News Desk
প্রতীকী ছবি

কুয়েতে ভেজাল মদ পান করে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর দেশটির আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ মদ উৎপাদনের অভিযোগে ৬৭ জনকে আটক করেছে। নিহতদের বেশিরভাগই দক্ষিণ এশীয় দেশের নাগরিক।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানী ও শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে মদ তৈরির ছয়টি সক্রিয় ও চারটি অচল কারখানা ধ্বংস করা হয়েছে। তদন্তে জানা গেছে, চক্রটির নেতৃত্বে ছিলেন একজন বাংলাদেশি, আরেকজন নেপালি সদস্য কর্তৃপক্ষকে জানিয়েছেন—কীভাবে মিথানল মিশিয়ে এসব মদ তৈরি ও বিক্রি করা হতো।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কুয়েতে মদ উৎপাদন ও আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ। তবে গোপনে তৈরি এসব পানীয়তে কোনো স্বাস্থ্যনিয়ন্ত্রণ মানা হয় না, ফলে ভোক্তাদের মধ্যে বিষক্রিয়ার ঝুঁকি থাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১৬০ জন মিথানল বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জন মারা গেছেন, ৫১ জনকে কিডনি ডায়ালাইসিস করতে হয়েছে এবং অন্তত ৩১ জনকে শ্বাসপ্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।

কুয়েতে অবস্থিত ভারতের দূতাবাস জানায়, সাম্প্রতিক দিনগুলোতে প্রায় ৪০ জন ভারতীয় নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, আবার কেউ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।

চিকিৎসকরা সতর্ক করে বলেন, মিথানল বিষক্রিয়ার লক্ষণ অনেক সময় দেরিতে প্রকাশ পায়। এর ফলে বমি, পেটব্যথা, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ দেখা দেয় এবং দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যুঝুঁকি ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।

আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, শুধু এশিয়াতেই প্রতিবছর হাজার হাজার মানুষ ভেজাল মদ পান করে গুরুতর অসুস্থ বা মৃত্যুবরণ করেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন