ইতালির উত্তরাঞ্চলের ব্রেসিয়া শহরের একটি মহাসড়কে আল্ট্রালাইট বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) দুর্ঘটনায় পাইলট ও তার সঙ্গিনী ঘটনাস্থলেই মারা গেছেন। পাশাপাশি দুর্ঘটনার সময় ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দুই গাড়ির চালক আহত হয়েছেন, যাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
নিহতরা হলেন মিলানের ৭৫ বছর বয়সী আইনজীবী ও পাইলট সার্জিও রাভালিয়া এবং তার ৬০ বছর বয়সী সঙ্গী আন্ন মারিয়া ডে স্তেফানো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফ্রেচা আরজি নামের কার্বন ফাইবারের তৈরি আল্ট্রালাইট বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ও আগুনের লেগে কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে।
স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, পাইলট রাভালিয়া জরুরি অবতরণের চেষ্টা করছিলেন, কিন্তু শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সড়কে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় আরও দুই মোটরচালক আহত হয়েছেন, তবে তারা প্রাণে বেঁচে গেছেন। এ ঘটনার পর আশপাশের গাড়ির চালকরা দুর্ঘটনাস্থল এড়িয়ে যেতে চেষ্টা করেন।
উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে আসলেও বিমান আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ফ্রেচা আরজি মডেলের এই বিমানের ডানার দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ছিল।
বিমান বিধ্বস্তের খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তখন বিমানটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ব্রেসিয়া শহরের পাবলিক প্রসিকিউটর দপ্তর এ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিমানটির রক্ষণাবেক্ষণের নথি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, গত জুন মাসে অহমদাবাদের একটি লোকালয়ে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে, যেটির গন্তব্য ছিল লন্ডনের নিকটবর্তী গ্যাটউইক। ওই দুর্ঘটনায় ২৬০ জন নিহত হন, যার মধ্যে ২৪১ জন যাত্রী ছিলেন।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






