থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে প্রাণহানি বেড়ে ৩২

Liberty News Desk
সংগৃহীত ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত তৃতীয় দিনে পৌঁছেছে। এতে কম্বোডিয়ায় আরও ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ নিয়ে দুদেশে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জন।

কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নিহতদের মধ্যে সাতজন বেসামরিক এবং পাঁচজন সেনাসদস্য রয়েছেন। সংঘাত বাড়তে থাকায় দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি উত্তেজনার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ফের উত্তপ্ত হয়ে উঠেছে। সর্বশেষ সংঘর্ষের ফলে শত বছরেরও বেশি সময় ধরে চলা বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে।

থাই সেনাবাহিনীর তথ্যমতে, সংঘর্ষে প্রাণহানির বেশিরভাগই তাদের তিনটি সীমান্তবর্তী প্রদেশের সাধারণ মানুষ। তবে কম্বোডিয়ার পক্ষ থেকে এখনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

বৃহস্পতিবার সকালেই শুরু হয় গোলাগুলি। উভয়পক্ষই দাবি করেছে—প্রথমে গুলি চালিয়েছে বিপরীত পক্ষ। থাইল্যান্ডের অভিযোগ, কম্বোডিয়া তাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে। অন্যদিকে কম্বোডিয়ার অভিযোগ, থাই সামরিক বাহিনী তাদের ওপর বিমান হামলা চালিয়েছে।

সংঘর্ষের ফলে দুই দেশের সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন