সম্প্রতি ইসরাইলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধে নিজেদের বিজয় এবং ভবিষ্যৎ প্রস্তুতির বার্তা দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আবু তোরাবি ফেরদ। শুক্রবার জুমার খুতবায় তিনি বলেন, যদি আবার সংঘাত বাধে, তাহলে ইসরাইলের সামরিক ও অর্থনৈতিক ভিত্তি সম্পূর্ণরূপে ভেঙে পড়বে।
তিনি বলেন, “শত্রুর আক্রমণের শুরু থেকেই ইরানি জাতি যে ধরনের ঐক্য, দেশপ্রেম ও সংহতির উদাহরণ রেখেছে, তা নজিরবিহীন। এই শক্তি আমরা ধরে রাখব আমাদের বিশ্বাস, জ্ঞান ও মূল্যবোধ দিয়ে।”
আবু তোরাবি ফেরদ আরও জানান, বিভিন্ন ভাষার অন্তত ২০টি আন্তর্জাতিক ও সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইরান-ইসরাইল সাম্প্রতিক সংঘর্ষ ছিল তেল আবিবের জন্য এক ভয়াবহ কৌশলগত ধাক্কা। তিনি দাবি করেন, এই যুদ্ধে ইসরাইলের ক্ষতির পরিমাণ ৩০ থেকে ৩৫ বিলিয়ন ডলার, যা দেশটির মোট দেশজ উৎপাদনের প্রায় ৮ শতাংশ।
তার মতে, ইরানের প্রতিরক্ষা বাহিনী এখনো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ইসরাইলও বুঝে গেছে, ভবিষ্যতে কোনো ভুল পদক্ষেপ তাদের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করবে।
চলতি বছরের ১৩ জুন শুরু হয়েছিল ইরান ও ইসরাইলের মধ্যকার ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাত। ইসরাইল প্রথমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালালে, ইরান পাল্টা জবাবে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে। এই প্রতিআক্রমণে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরাইল অধিকৃত এলাকার বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।
এই সংঘাতে ২২ জুন যুক্তরাষ্ট্রও সরাসরি অংশ নেয়। তারা ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা—নাতাঞ্জ, ফোর্দো ও ইসফাহানে হামলা চালায়। জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদে ক্ষেপণাস্ত্র ছোড়ে।
২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয় এবং এই সংঘর্ষের অবসান ঘটে, যদিও উত্তেজনা থেকে যায় বহাল।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






