স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, নিজের মুখপাত্রকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

Liberty News Desk
ফাইল ছবি

নিজের মুখপাত্র ওমের দোস্তরিকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটনে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই সিদ্ধান্ত নিলেন নেতানিয়াহু।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, স্ত্রী সারা নেতানিয়াহুর সঙ্গে ধারাবাহিকভাবে দ্বন্দ্বের জেরে মুখাপাত্রের বিরুদ্ধে এই ব্যবস্থা নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে দোস্তরির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ অনুসারে, গত এক বছর ধরে নেতানিয়াহুর মুখপাত্র থাকা দোস্তরি তার স্ত্রী সারা নেতানিয়াহুর সঙ্গে ধারাবাহিকভাবে দ্বন্দ্বে জড়ান। মূলত এ কারণেই তাকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেয়া হয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন