নাবালক ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্ক, শিক্ষিকা গ্রেপ্তার

Liberty News Desk
ফাইল ছবি

ভারতের মুম্বাইয়ে ১৬ বছর বয়সী এক ছাত্রকে এক বছরেরও বেশি সময় ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। তার জেরে গ্রেপ্তার করা হয়েছে ওই শিক্ষিকাকে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ওই নাবালককে মুম্বাইয়ের বিভিন্ন পাঁচতারা হোটেল ও অন্যান্য জায়গায় নিয়ে গিয়ে মদ্যপান করানো হতো, অ্যান্টি অ্যাংজাইটি পিল খাইয়েও যৌন হেনস্তা করেন ওই নারী।

১৬ বছর বয়সী ওই ছাত্রের আচরণে পরিবর্তন লক্ষ করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে, তখন সে পরিবারকে নির্যাতনের কথা জানায়। শিক্ষিকাকে গ্রেপ্তারের পর যৌন নিপীড়নের ঘটনায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

২০২৩ সালের ডিসেম্বরে স্কুলের বার্ষিক অনুষ্ঠানের জন্য নাচের দল নিয়ে বিভিন্ন আলোচনা চলাকালীন বিবাহিত শিক্ষিকা ছেলেটির প্রতি আকৃষ্ট হন বলে অভিযোগে বলা হয়েছে। অভিযুক্ত এক মাস পরে তাকে প্রথম যৌন প্রস্তাব দিয়েছিল বলে অভিযোগ। ছেলেটি প্রথমে অনিচ্ছুক ছিল এবং শিক্ষিকাকে এড়িয়ে চলতে শুরু করে।

এরপরই ছেলেটির মেয়ে বন্ধুদের মাধ্যমে ছাত্রটিকে বোঝানোর চেষ্টা করেন ওই শিক্ষিকা। এই সম্পর্ক মেনে নিতে বলে শিক্ষিকা বলেন, আজকাল নারী ও কিশোর ছেলেদের মধ্যে সম্পর্ক বেশ সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, ওই বান্ধবী ছেলেটিকে বোঝাতে সক্ষম হয়েছিল যে সে এবং ওই শিক্ষিকা ‘মেড ফর টিচার’। ওই বান্ধবী ওই নাবালককে বলেছিল, বয়স্ক নারী ও কিশোর ছেলেদের মধ্যে সম্পর্ক খুব সাধারণ হয়ে উঠেছে। এই মামলায় ওই বান্ধবীকেও অভিযুক্ত করা হয়েছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, বান্ধবীর অনেক অনুনয়ের পর ওই ছাত্র ওই শিক্ষিকার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিল। ওই শিক্ষিকা তাকে তার প্রাইভেট কারে তুলে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে জোর করে পোশাক খুলে ফেলেন এবং অত্যাচার করতে থাকেন।

অভিযুক্ত শিক্ষিকা কিশোরকে যৌন নির্যাতনের জন্য দামি হোটেলে নিয়ে যাওয়ার পরেই তীব্র উদ্বেগ তৈরি হয় ওই ছাত্রের মনে। এরপর তিনি তাকে কিছু অ্যান্টি-অ্যাংজাইটি পিল দেন বলে অভিযোগ উঠে।

অভিযোগকারী আরো বলেন যে শিক্ষিকা প্রায়শই ছেলেটিকে গালিগালাজ করার আগে তাকে মদ্যপান করাতেন। ছেলেটি স্কুল থেকে পাস করেছে এবং শিক্ষিকা এখন তাকে ছেড়ে দেবেন বলে ভেবে পরিবারটি প্রথমে ঘটনাটি সম্পর্কে নীরব ছিল।

তবে অভিযুক্ত শিক্ষিকা গৃহকর্মীদের মাধ্যমে ওই ছাত্রের সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করে, তাকে তার সঙ্গে দেখা করতে বলে, তখনই পরিবার একটি আনুষ্ঠানিক মামলার অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয়। 

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন