ভারতের পুনের কোন্ধোয়ার একটি অভিজাত ‘সোসাইটি’তে ২৫ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন।
কুরিয়ার ডেলিভারি বয় সেজে ধর্ষক ওই তরুণীর বাসায় ঢুকেছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮। বাসায় ঢোকার পর ধর্ষক প্রথমে ওই তরুণীয় মুখে কিছু স্প্রে করে এবং পরে ধর্ষণ করে।
পুলিশ বলছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত ব্যক্তি কুরিয়ার ডেলিভারি বয় সেজে বাসায় আসে। তখন ওই তরুণী বলেন যে তার কোনো কুরিয়ার নেই তখন ওই ব্যক্তি জোর দিয়ে বলেন যে, একটা স্বাক্ষর করতে হবে। কথাবার্তার এক পর্যায়ে তরুণী দরজা খুলে দিলে ওই ব্যক্তি তার মুখে কিছু স্প্রে করে এবং ধর্ষণ করে।
এরপর ওই ধর্ষক ওই তরুণীরই ফোনে একটি সেলফি তোলে এবং তাতে একটি বার্তা রেখে যায়— আমি আবার ‘আসবো’।
এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং পুলিশ এর তদন্ত করছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






